ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিষাক্ত মদপানে কলেজছাত্রসহ ৪ জনের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ১০:৪৭ পিএম আপডেট: ২৮.১০.২০২০ ১১:৫৯ পিএম  (ভিজিট : ১২১)
দেশের কুষ্টিয়া ও মাগুরায় বিষাক্ত মদপানে চার যুবকের মৃত্যু হয়েছে। তারা হলোÑ কুষ্টিয়ার রিপন কুমার ঘোষ (৩২), নিতাই বিশ^াস (৩৫), অনিক বিশ^াস (২১) এবং মাগুরার কলেজছাত্র বিপ্লব বিশ^াস (১৮)। বুধবার ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রথম তিনজনের এবং দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিপ্লবের মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে প্রথমে মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের নিতাই বিশ^াসকে মঙ্গলবার রাত ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সদর উপজেলার বড়আইলচারার অনিক বিশ^াসকে ভোর ৪টার দিকে এবং পৌনে ৫টার দিকে খোকসা উপজেলার কালিবাড়ী বাজারের রিপন কুমার ঘোষকে হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, এদের মৃত্যুর বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। ময়নাতদন্তের পরই বোঝা যাবে আসলে এদের মৃত্যু কীভাবে হয়েছে। এদিকে মাগুরার কলেজছাত্র বিপ্লবের সঙ্গে আরও আটজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে বিপ্লবের মৃত্যু হয়, বাকিরা এখনও চিকিৎসাধীন। বিপ্লব মাগুরা সদর উপজেলার চন্দনপ্রতাপ দাসপাড়া গ্রামের বাসিন্দা। নিহতের বড়ভাই বিপুল বিশ^াস জানান, মেয়াদোত্তীর্ণ মদের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। বিপ্লবসহ আরও কয়েকজন মদপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামে ৮-১০ জন সহপাঠী চোলাই মদপান করে অসুস্থ হয়ে পড়ে। তাদের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে রাতেই বিপ্লব দাশের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ শুভ দাস, সুব্রত দাস, রাকেশ সরকার, পার্থ বিশ^াস, রুহল সরদার, দীপঙ্কার বিশ^াস ও সজীব দাসের অবস্থা এখনও সঙ্কটাপন্ন।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close