ই-পেপার বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ঢাবি ক্যাম্পাস থেকে মৃত নবজাতক উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ১০:৫৯ পিএম  (ভিজিট : ৭৬)
ষ ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের খোলা জায়গা থেকে একটি মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে বিশ^বিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সহায়তায় মৃত এ নবজাতককে উদ্ধার করেন শাহবাগ থানা পুলিশ।
ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে বাচ্চাটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে। উদ্ধারের সময় নবজাতকের শরীরে পচন ধরেছে বলে জানান বিশ^বিদ্যালয় প্রক্টরিয়াল টিম। বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবহিত। ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। লাশটিকে মর্গে নিয়ে তারা পরবর্তী ব্যবস্থা নেবে। ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রক্টর বলেন, করোনা দুর্যোগের সময় মানবশিশু এভাবে ফেলে যাওয়া দুঃখজনক। আমরা মাতাপিতাকে অনুরোধ করি যতই অসুবিধা হোক এভাবে যেন রাস্তাঘাটে কেউ কোনো মানব সন্তানকে রেখে না যায়।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close