ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ: সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১, ১০:৫৭ পিএম  (ভিজিট : ১২৮)
সময়ের আলো ডেস্ক
টাইমস্কেল ও অন্যান্য আর্থিক সুবিধা প্রদান, জ্যেষ্ঠতা ও পদোন্নতি বহাল রাখার দাবিতে রোববার তিন জেলায় মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ওই সংগঠনের নেতারা। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবরÑ
ময়মনসিংহ : ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ময়মনসিংহ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার আহ্বায়ক আবু আহাম্মদ আলী সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া ও নবী হোসেন, সদস্য মো. শামসুল হক, আব্দুল্লাহিল বাকী, সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
গাইবান্ধা : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায়ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক সুশীল কুমার সরকার, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, মো. ফারুকুল ইসলাম, মো. মাহবুবার রহমান খন্দকার, মো. মোস্তাফিজুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. ওবাইদুল্লাহ সরকারসহ অনেকে।
রাজবাড়ী : রাজবাড়ীতেও তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করেন তারা। এতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক এসএমএ মান্নান, যুগ্ম আহ্বায়ক গওসেল আজম, পাংশা উপজেলা শাখার আহ্বায়ক হায়াত আলী, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি বেলায়েত হোসেন, কালুখালী উপজেলা শাখার সভাপতি আ. মান্নান ও বালিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া জজসহ অন্যরা বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন তারা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close