ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

ইসরায়েল-ফিলিস্তিনকে থামতে বললেন বাইডেন
প্রকাশ: রবিবার, ১৬ মে, ২০২১, ৯:৪৯ এএম আপডেট: ১৬.০৫.২০২১ ১১:০১ এএম  (ভিজিট : ২৪২)
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে ফোনে কথা বলেছেন। শনিবার তিনি তাঁদের সঙ্গে আলাদাভাবে ফোনালাপ করেন। মার্কিন হোয়াইট হাউস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

হোয়াইট হাউস সূত্রে জানা যায়, বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন, গাজা থেকে হামাস ও অন্যান্য সন্ত্রাসীর রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। আর এই অধিকারের প্রতি তাঁর (বাইডেন) সমর্থন থাকবে।

তবে দুই দেশের মধ্যে চলমান লড়াইয়ে শিশু ও বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং গণমাধ্যমের কার্যালয় ধ্বংসের ব্যাপারে তিনি উদ্বিগ্ন। হামলা থেকে সাংবাদিকদের সুরক্ষিত রাখতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বাইডেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বাইডেন বলেন, গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামাস যেন রকেট হামলা বন্ধ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এবারই প্রথম আব্বাসের সঙ্গে কথা বলেন বাইডেন। ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব জোরদারে নিজের দৃঢ় প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close