ই-পেপার মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

তাকবিরে তাহরিমায় হাত না তুললে নামাজ হবে?
প্রকাশ: শনিবার, ২২ জানুয়ারি, ২০২২, ৮:০০ এএম  (ভিজিট : ৪৪৫)
জিজ্ঞাসা : আমি আসরের নামাজের জন্য মসজিদে যাই। দূর থেকে দেখি, ইমাম সাহেব রুকুতে চলে গেলেন। আমি তাড়াহুড়া করে গিয়ে দাঁড়িয়ে তাকবির বলে রুকুতে যাই। তবে তাকবির বলার সময় হাত ওঠাতে ভুলে যাই।

এখন আমার জানার বিষয় হলো, তাকবিরে তাহরিমা বলার সময় হাত না ওঠানোর কারণে আমার নামাজ কি বাতিল বলে গণ্য হবে?

জবাব : নামাজে তাকবিরে তাহরিমা বলা ফরজ। আর এ সময় কান পর্যন্ত হাত ওঠানো সুন্নত। তাকবির বলার সময় হাত না ওঠালেও নামাজ হয়ে যায়। তাই আপনার ওই নামাজ সহিহ হয়েছে। উল্লেখ্য, নামাজে যাওয়ার সময় তাড়াহুড়া করা বা দৌড়ে যাওয়া উচিত নয়।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের ইকামত হয়ে গেলে তোমরা দৌড়ে এসো না; বরং হেঁটে হেঁটে আসবে। তোমাদের উচিত শান্তভাবে, স্বাভাবিক গতিতে আসা। তারপর যতটুকু ইমামের সঙ্গে পাবে তা আদায় করবে। আর যা ছুটে যাবে ইমামের সালামের পর আদায় করবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৯০৮)। (আলমুহিতুল বুরহানি : ২/৩০; বাদায়েউস সানায়ে : ১/৪৬৫; শরহুল মুনইয়া : পৃষ্ঠা. ২৯৮; ফাতহুল কাদির : ১/২৪৪; আলবাহরুর রায়েক : ১/৩০২; ফাতাওয়া হিন্দিয়া : ১/৭৩; আদ্দুররুল মুখতার : ১/৪৭৪)




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close