শামিম আরা স্মৃতি’র দুইটি বই
নিজস্ব প্রতিবেদক
|
![]() শামিম আরা স্মৃতি’র দুইটি বই ‘দাবদাহ’ গল্পগ্রন্থটি লেখকের নবম প্রয়াস। নিজের গল্পগ্রন্থ সম্পর্কে বলতে গিয়ে জানালেন, গল্পগুলোতে স্থান পেয়েছে সামাজিক অসঙ্গতির চিত্র। প্রকৃতির অনাবিল উপাদানকে উপজীব্য করে অবিরত লিখে যান। আর তার কবিতায় উঠে আসে প্রকৃতির উপাদান, বৈচিত্রতা, প্রকৃতির খেয়াল, সৃষ্টি, সমাজ সচেতনতা, অসঙ্গতি ও অধিকার। বইমেলার ১ নম্বর প্যাভিলিয়নে বইগুলো পাওয়া যাবে। |