ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করলেন মালির প্রধানমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯, ১:০৬ পিএম  (ভিজিট : ১৩৬)
বিক্ষোভের মুখে পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করলেন মালির প্রধানমন্ত্রী সৌমেলৌ বৌবায়া মাইগা। বৃহস্পতিবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর বিবিসির।

প্রধানমন্ত্রী মাইগা ও তার সরকারের সব মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কিতার দফতরের এক বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, শিগগিরই একজন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে নতুন সরকার গঠন করা হবে।

জানা গেছে, গত মাসে ডগন শিকারি ও আধা যাযাবর ফুলানি সম্প্রদায়ের হত্যাযজ্ঞে ১৬০ জন প্রাণ হারান।

দেশটির মধ্যাঞ্চলের ক্রমবর্ধমান সহিংসতার এবং গত মাসের ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর আইনপ্রণেতারা সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব জমা দেয়।

এ প্রস্তাবে দেশের সহিংসতাপূর্ণ পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হওয়ায় মাইগা ও তার প্রশাসনকে দায়ী করা হয়। এর পর দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মাইগা ও তার সরকারের সব মন্ত্রীর পদত্যাগপত্র জমা দেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close