ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় ২৯ জন নিহত
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০১৯, ২:১২ পিএম  (ভিজিট : ১৯১)
ভেনেজুয়েলার কারাগারে কারাবন্দি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে দাঙ্গায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। শুক্রবার ভেনেজুয়েলার পোর্টটুগেসা রাজ্যের জেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৪জন কারারক্ষী আহত হয়েছেন। খবর বিবিসি ও দ্য নিউইয়র্ক টাইমস।

ওই জেলটি রাজধানী কারাকাস থেকে ২২০ মাইল দূরে অবস্থিত। জেলটির ধারণক্ষমতা ২৫০ জন হলেও সেখানে ৫৪০ জন বন্দিকে গাদাগাদি অবস্থায় রাখা হয়েছিল।

ভেনেজুয়েলার কারা পর্যবেক্ষক হামবার্তো প্রাডো বলেন, এ সংঘর্ষের ঘটনায় ১৮ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। এছাড়া কারাগারে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

তিনি জানান, ওই পুলিশ স্টেশন কারাগারের কিছু বন্দি বৃহস্পতিবার কয়েকজন দর্শনার্থীকে জিম্মি করে। পরে স্পেশাল ফোর্সেস (এফএইএস) পুলিশ ওই ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করলে কারাবন্দিদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।

তবে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০১৭ সাল থেকে পৃথক তিনটি দাঙ্গায় ভেনেজুয়েলায় ১৩০ জন বন্দির মৃত্যুর ঘটনা ঘটেছে।

দেশটির অন্তত ৩০টি কারাগার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এসব জেলে বন্দির সংখ্যা আনুপাতিক হারে বেশি। এছাড়া মাদক ও অস্ত্র সরবরাহ হয়ে থাকে নিয়মিত।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close