ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বিজয়নগর-শ্রীমঙ্গলে ট্রাকচাপায় চার সিএনজি যাত্রীসহ নিহত ৩
প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ৫১)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংর্ঘষে ৩ যাত্রী নিহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর ইউনিয়নের সাতবর্গ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন তিনজন যাত্রী। নিহতরা হলেনÑ হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐরের মিঠু রায় চৌধুরীর স্ত্রী শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মিসির আলীর ছেলে আবু তাহের (৬০) ও বিল্লাল উদ্দিন (৪০)। হাইওয়ে পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগামী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশায় থাকা মাধবপুরের হালুয়াপাড়ার মিনাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত চারজনকে স্থানীয়দের সহযোগিতা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্তা রায় চৌধুরী ও আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এদিকে শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া বাজার এলাকায় অবৈধ বালুবাহী ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর (১২)। সে সিক্কা গ্রামের আবদুল হকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আলমগীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি দ্রæতগামী অবৈধ বালুভর্তি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close