দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
|
![]() দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক বুধবার উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/৭(এস) সীমান্ত পিলার সংলগ্ন মাথাভাঙ্গা নদীর ধারে গাছের ছায়াতলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১ থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে ১৫সদস্যের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম। ১৩সদস্যের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র পক্ষে নেতৃত্ব ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ৪৩রওশনবাগ কমান্ডেন্টের অধিনায়ক ডিআইজি রতিকান্ত ঠাকুর। ২ঘন্টা ব্যাপী চলা বৈঠকে সীমান্তে মাদক চোরাচালান বন্ধ ও উভয় দেশের সীমান্ত এলাকার পরিবেশ স্বাভাবিক রাখাসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিজিবি-বিএসএফ উর্দ্ধতন কর্মকর্তাদের বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। |