ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

পাকিস্তানের ভুল দেখিয়ে দিলেন শচিন
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ১৮.০৬.২০১৯ ১০:০৬ এএম  (ভিজিট : ১৩৯)
ম্যানচেস্টারে রোববারের ভারত-পাকিস্তানের ম্যাচে আগের সেই উত্তাপই যেন খুঁজে পাননি ভারতের ব্যাটিং জিনিয়াস শচিন টেন্ডুলকার। বৃষ্টি আইনে পাকিস্তানকে ৮৯ রানে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বিশ^কাপে এখন পর্যন্ত অপরাজেয় ভারত। তাই তো ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের সমালোচনা করতে ভুলেননি লিটল মাস্টার। পাশাপাশি ধরিয়ে দিয়েছেন পাকিস্তানের ভুলগুলো।

মাঠের সিদ্ধান্ত নেওয়ার কৌশলগত দিক থেকে অনেক পিছিয়ে ছিল সরফরাজ এমনটা উল্লেখ করে শচিন বলেন, ‘আমি মনে করি, সে (সরফরাজ) সিদ্ধান্তহীনতায় ভুগছিল। কেননা ওয়াহাবের বোলিংয়ের সময় শর্ট মিড উইকেটে কেবল একজন ফিল্ডার দাঁড় করিয়েছিলেন সরফরাজ। মাত্র একজন  ফিল্ডার নিয়ে শাদাব খানকে বোলিং করতে হয়েছে এমন পরিস্থিতিতে সঠিক লাইন লেন্থ খুঁজতে থাকা একজন লেগ স্পিনারের জন্য বল গ্রিপ করা কঠিন হয়ে থাকে। এটা কখনোই বড় ম্যাচের সিদ্ধান্ত হতে পারে না।’

পাকিস্তানি পেসারদের নিয়ে শচিন বলেন, ‘তাদের চিন্তাধারার অভাব আছে, দূরদর্শিতার অভাব আছে। উইকেটে বল মুভ না করা সত্তে¡ও ওভার দ্য উইকেটে টানা বল করা বুদ্ধিমত্তার অভাব। ওয়াহাব মুভমেন্ট করালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসানই কেবল একমাত্র বোলার যে উইকেটে বল মুভমেন্ট করাতে সক্ষম। আমি তাদের প্রান্ত বদল করে ভিন্ন কিছু করার কথা বলতেই পারতাম। আমি কখনোই আমাদের একটি উইকেট হারানোর কথা ভাবিনি।’ষ ক্রীড়া ডেস্ক





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close