ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

প্রশংসায় ভাসছে টাইগাররা
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১১৮)
‘সাধারণত ওয়ানডেতে ৩৬০-৩৭০ রান তাড়া করতে যতটা চাপ থাকে, বিশ্বকাপের ম্যাচে ২৬০-২৭০ রান তাড়া করা তার চেয়েও কঠিন’, ইংল্যান্ডে বিশ্বকাপের পর্দা উঠার আগে ১০ দলের অধিনায়কের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন বক্তব্যই দেন বিরাট কোহলি। প্রমাণটা পাওয়া যায় বিশ্বকাপ শুরুর পরই। প্রতিপক্ষের ৩০০ পেরুনো ইনিংস তাড়া করতে নেমে মুখ থুবড়েই পড়ে দলগুলো। কিন্তু বাংলাদেশ করে দেখাল অসাধ্য সাধন। টাইগাররা উইন্ডিজের পাহাড়সমান ৩২১ রান টপকে গেছে ৭ উইকেট এবং ৫১ বল হাতে রেখেই। অবিশ্বাস্য সেই জয়ে টাইগাররা ভাসছে প্রশংসায়।
টনটনে সাকিব আল হাসান-লিটন দাসের বীরত্বে বিশ্বকাপের মঞ্চে রান তাড়ায় দ্বিতীয় বড় জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। প্রথমটি আয়ারল্যান্ডের দখলে। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের ৩২৭ রান টপকে যায় আইরিশরা। ক্যারিবীয়দের উড়িয়ে দিয়ে এবার এ তালিকায় নাম লেখালো বাংলাদেশ। টাইগারদের অবিশ্বাস্য এই পারফরম্যান্সে ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি এক টুইটে লেখেন, ‘দারুণ খেলেছে বাংলাদেশ। দলটিতে দুর্দান্ত কিছু খেলোয়াড় দেখতে পেরে ভালো লাগল। এভাবেই খেলা চালিয়ে যেতে হবে।’
সোমবারের আগে চলমান বিশ্বকাপে রান তাড়া বড় জয় ছিল নিউজিল্যান্ডের দখলে। সেটা অবশ্য বাংলাদেশের বিপক্ষে। টাইগারদের ২৪৪ রান টপকে যায় ২ উইকেট হাতে রেখে। নিজেদের বিপক্ষে লেখা ওই রেকর্ড ক্যারিবীয়দের হারিয়ে নিজেদের দখলে নিলেন মাশরাফিরা। টাইগারদের এমন জয়কে শিখনীয় উল্লেখ করে শোয়েব আখতার বলেন, ‘দুর্দান্ত পারফরম্যান্স ছিল। বাংলাদেশ আজ যেভাবে খেলেছে এবং ৩২১ তাড়া করেছে, এখান থেকে আমরা কিছু পারছি। এটা হলো, কীভাবে পতন এড়ানো যায় এবং বড় সংগ্রহ টপকে যাওয়া যায়।’
রান তাড়ায় অসাধ্য সাধন করা টাইগারদের প্রশংসায় ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ এক টুইটে লেখেন, ‘জয়ের জন্য টাইগারদের অভিনন্দন। পাহাড়সম রান কতটা সহজে তারা টপকে গেছে।’ বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আর লিটনের প্রশংসায় লক্ষণ লেখেন, ‘দায়িত্বশীল ব্যাটিংয়েই টানা দুই সেঞ্চুরি করেছে সাকিব। তবে তরুণ লিটন দাসের পরিপক্বতা সত্যিই আমাকে অবাক করেছে।’ টাইগারদের বন্দনায় মেতেছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ভারতীয় স্পিনার হরভজন সাকিবকে অভিনন্দন জানালেন বাংলা ভাষাতেই, ‘খুব ভালো সাকিব।’
বাংলাদেশের বিশ্বকাপের মিশনের শুরুটাও ছিল জয়ে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারায় ২১ রানে। টাইগারদের ওই জয়কে দেশের বাইরের বিভিন্ন গণমাধ্যম অ্যাখ্যা দেয় চলমান বিশ্বকাপের প্রথম অঘটন হিসেবেই। ক্যারিবীয়দের বিপক্ষে অসাধারণ জয়ে ওসব অ্যাখ্যার দারুণ জবাব টাইগাররাÑ এমনটা উল্লেখ করে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালবি মরকেল তাই টুইটে লেখেন, ‘দুর্দান্ত রান তাড়া বাংলাদেশের। প্রমাণ করেছে প্রোটিয়াদের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল না কোনো...।’
অন্যদিকে উইন্ডিজকে হারানোর পর ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে আসার পাশাপাশি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্নটাও তাজা করেছে বাংলাদেশ। টাইগারদের এমন স্বপ্ন ফুটে উঠলো শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আরনোল্ডের টুইটেও, ‘সেমিতে উঠার প্রতিযোগিতা চলছে...তাদের (বাংলাদেশ) সেমির আশা এখনও তাদের হাতেই।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close