ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সরকারি হাসপাতালে অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১৩৩)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ করেছে সরকারি মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীরা জানান, সোমবার সড়ক দুর্ঘটনায় আহত হন একই স্কুলের সাবেক শিক্ষার্থী সান ও আল আমিন। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা না দিয়েই রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন। পরে রাজশাহী যাওয়ার পথেই মারা যান সান। শিক্ষার্থীদের দাবি, হাসপাতালের অব্যবস্থাপনার খবরে তারা এক সপ্তাহ ধরে তথ্য সংগ্রহ করছেন। সেখানে চিকিৎসকদের অবহেলা, ওষুধ সংকট, অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া আদায়, নোংরা টয়লেট, নষ্ট জেনারেটরসহ বিভিন্ন অনিয়মের চিত্র দেখতে পান। অনিয়ম দূর করতে ও সেবার মান বাড়াতে তারা বিক্ষোভ করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close