ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

ফেনী ও রংপুরে শিশু ধষর্ণের শিকার গ্রেফতার ২
প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ২০.০৬.২০১৯ ১১:০১ পিএম  (ভিজিট : ১১০)
দেশের দুই জেলায় বুধবার দুই শিশুকে ধষর্ণের ঘটনা ঘটেছে। ফেনীর সোনাগাজীতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে এবং রংপুরের মুন্সীপাড়া গ্রামে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ফেনীর সোনাগাজীতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে জামশেদ আলম (১৩) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চরচান্দিয়া রাসুলপুর থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জামশেদকে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া জমাদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী বুধবার বিকালে স্কুল ছুটির পর রাসুলপুর নামক স্থানে পৌঁছলে বখাটে জামশেদ শিশুটির গতিরোধ করে। এ সময় ২০ টাকার একটি নোট হাতে দিয়ে পাশের জঙ্গলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এক পথচারী জামশেদকে আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ বখাটে জামশেদকে গ্রেফতার করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ শিশুর শারীরিক পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, রংপুরে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হক (৫২) নামে প্রতিবেশী দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মোজাম্মেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি নগরীর ৮নং ওয়ার্ডের কার্তিক মুন্সীপাড়া গ্রামের নিজ বাড়ির বাইরে খেলা করছিল। এ সময় প্রতিবেশী দাদা মোজাম্মেল হক তাকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে রাতে মোজাম্মেলকে নগরীর ৮নং ওয়ার্ডের কার্তিক মুন্সীপাড়া গ্রামের নিজবাড়ি থেকে আটক করে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close