ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

মৃত্যুর ১০ বছর পরও অমর
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ২৬.০৬.২০১৯ ১২:২৭ এএম  (ভিজিট : ১৫১)
আজ থেকে ১০ বছর আগে বিশ্বের কোটি ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে চলে গিয়েছেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। ২০০৯ সালের ২৫ জুন হঠাৎ করেই সুদূর আমেরিকা থেকে খবর এল তিনি নেই! ভক্তদের বিশ্বাস এখনও তিনি বেঁচে আছেন।  তার মৃত্যুর পর অ্যালবামের বিক্রয় ছিলে শীর্ষে। গানের বাইরে পপ সম্রাটের জীবনযাপন নিয়ে রহস্য ছিল প্রচুর। বিশেষ করে তার যৌনজীবন নিয়ে গুঞ্জন ছিল গোটা বিশ্ব জুড়ে। বহুবার তিনি শিরোনামে এসেছেন নানা যৌনকীর্তির কারণে। তবে তা কখনও ছাপিয়ে যেতে পারেনি তার গানের জনপ্রিয়তাকে। কিন্তু জ্যাকসনের হঠাৎ মৃত্যু রহস্য রেখে গিয়েছে গোটা বিশ্বে। তবে মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরকে দোষী সাব্যস্ত করেন আদালত। যদিও মুরের আইনজীবীরা দাবি করেন, জ্যাকসন স্বেচ্ছায় অতিরিক্ত মাত্রায় ওই ওষুধটি নিয়েছিলেন। তবে কি এটি হত্যা, নাকি আত্মহত্যা হিসাব কষে দুইয়ে দুইয়ে চার আজও মেলেনি।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close