ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ঝালকাঠি নবীনগর কলাপাড়া পৌরসভার বাজেট ঘোষণা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১৪৪)
ঝালকাটি, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এবং পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর
ঝালকাঠি : ঝালকাঠি পৌরসভার ২৯৩ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৭৬৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার এ বাজেট ঘোষণা করেন। বুধবার দুপুর ১২টায় শহরের কলেজ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে বাজেট ঘোষণা উপলক্ষে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা জাতীয় পার্টির আহŸায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মইন তালুকদার, ইসরাত জাহান সোনালী, জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকা প্রমুখ।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নবীনগর পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের ৭৭ কোটি ৬১ লাখ ৪২ হাজার ৬৯৩ টাকা ৫৬ পয়সার বাজেট বুধবার ঘোষণা করেন পৌর মেয়র মো. মাঈন উদ্দিন মাইনু। এ সময় বক্তব্য রাখেন দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, পৌর সচিব মোহাম্মদ বেলজুর রহমান খান, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন।
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের ৩২ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৭৪ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এ বাজেট ঘোষণা করেন। এ সময় ২০১৮-২০১৯ অর্থবছরের ২০ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৯১৩ টাকার সংশোধিত বাজেট অনুমোদিত হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্রকৌশলী মিজানুজ্জামান, সচিব মো. মাসুম বিল্লাহসহ কাউন্সিলর ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close