ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

থ্রিডি-তে আসছে আহমদ ছফার ‘অলাতচক্র’
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯, ৫:৩৯ পিএম আপডেট: ১২.০৭.২০১৯ ৪:৩৮ পিএম  (ভিজিট : ৩১৩)

অভিনেত্রী জয়া আহসানের উদ্যোগে বাংলাদেশের জনপ্রিয় লেখক আহমদ ছফার জীবনী নিয়ে লেখা ‘অলাতচক্র’ আসছে থ্রিডি-তে।  ছবিটি পরিচালনা করেছেন পরিচালক হাবিবুর রহমান এবগ প্রযোজনা করছেন অভিনেত্রী জয়া আহসান নিজেই। গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণকাহিনি মিলিয়ে তিরিশটির বেশি গ্রন্থ রচনা করেছেন আহমদ ছফা। যার মধ্যে ‘অলাতচক্র’ তার আত্মজীবনী বলে মনে করেন অনেকে। সেই কাহিনিই থ্রিডি-তে পর্দায় তুলে ধরা হবে।

এজবাস্টন থেকে ফোনে জয়া আহসান জানান, ছবির অধিকাংশ শুটিং হয়ে গিয়েছে। থ্রিডি শুটের দায়িত্বে ছিল মুম্বইয়ের একটি টিম। ছবির অনেকটা অংশ জুড়েই কলকাতা থাকছে। ‘‘আসলে আমরা পুরনো কলকাতাকে রিক্রিয়েট করছি। বাংলাদেশেই শুট হয়েছে। আহমদ ছফার কাহিনিতে যেমন ভাবে কলকাতার বর্ণনা দেওয়া হয়েছিল, সে ভাবেই সবটা করেছে মুম্বইয়ের টিম।’’

বাংলাদেশ সরকার থেকে অনুদান দেওয়া হয়েছে ‘অলাতচক্র’র প্রযোজনায়। ছবিতে জয়া নিজে অভিনয়ও করেছেন। এর পরে তার প্রযোজনায় তৃতীয় ছবি ‘ফুড়ুৎ’-এর শুটিং হবে। জয়া জানালেন, টলিউডেও বেশ কয়েকটি ছবি নিয়ে কথাবার্তা চলছে তার। প্রথম থ্রিডি ছবি নিয়ে উত্তেজিত নায়িকা বলছেন, ‘‘বাংলায় প্রথম বার এ ধরনের কাজ করতে পারছি বলে খুব এক্সাইটেড!’’

মুক্তিযুদ্ধের সময়ে কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত বাংলাদেশি লেখক দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত তায়েবার সম্পর্ক এবং মুক্তিযুদ্ধের নানা ঘটনার ছবি ‘অলাতচক্র’।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close