ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

চার নাম্বারে ‘শূন্য’ ভারত
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ২২০)
সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের ব্যবস্থাপনা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে চার নাম্বার পজিশনের ব্যাটিং নিয়ে। এক বছর ধরে অনেক ব্যাটসম্যানকে এ পজিশনে খেলানো হলেও কেউই এখনও আত্মবিশ^াসের সঙ্গে থিতু হতে পারেননি। জায়গাটা একপ্রকার শূন্যই পড়ে আছে! একটা সময় এ পজিশনেই ব্যাটিং করতেন বিশ^কাপ চলাকালেই সাবেক বনে যাওয়া যুবরাজ সিং। এ তারকার মতে, তার উত্তরসূরি খুঁজে নিতে পুরোপুরিই ব্যর্থ হয়েছে টিম ম্যানেজমেন্ট। তাদের পরিকল্পনা একেবারেই পছন্দ হয়নি তার।
২০০৭ টি-টোয়েন্টি এবং ২০১১ সালের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন যুবরাজ। সেই দুটি শিরোপা ভারত জিতেছিল। ক্যারিয়ারে এ চার নাম্বার পজিশনেই সফলতা পেয়েছিলেন সাবেক এ ক্রিকেটার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close