ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মহেশপুরে ডেঙ্গু জ্বরে পুলিশ কর্মকর্তার মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯, ৪:২৬ পিএম আপডেট: ১৬.০৭.২০১৯ ৪:৫৪ পিএম  (ভিজিট : ২০৫)

ঝিনাইদহের মহেশপুর থানার এএসআই আসাদ ই আলম ডেঙ্গু জ্বরে মারা গেছেন। সোমবার রাতে ঢাকা নিয়ে যাবার পথে ঝিনাইদহে তার মৃত্যু হয়। অপরদিকে থানার সেকেন্ড অফিসার এসআই আনিচুর রহমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি রাশেদুল আলম।

আসাদ ই আলম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের বদরুল আলমের ছেলে। তিনি ২০১৮ সালের ১৫ আগস্ট মহেশপুর থানায় যোগদান করেন।  

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, গত ১৩ জুলাই এএসআই আসাদ ই আলম গায়ে প্রচন্ড জ্বর নিয়ে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। দু’দিন অতিবাহিত হলেও জ্বর না কমায় তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার জ্বরের কোন পরিবর্তন না হলে সোমবার রাতে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close