ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯, ১১:৪০ এএম  (ভিজিট : ১৬৮)
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি মারা গেছেন। বিজিবির দাবি নিহত দু’জন মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার গভীর রাতে টেকনাফের জাদিমুড়ার সংলগ্ন শিকল পাড়ায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- যশোরের বসুন্দিয়া জব্বার আলীর ছেলে জাবেদ মিয়া ( ৩৪) ও চাঁদপুরের চরমুকন্দি গ্রামের রেজোয়ান সওদাগর ছেলে আসমাউল সওদাগর (৩৫)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, মঙ্গলবার গভীর রাতে টেকনাফের জাদিমুড়ার সংলগ্ন শিকল পাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে, এমন গোপন সংবাদে বিজিবির একটি দল জাদিমুড়া এলাকায় অবস্থান করে। এসময় নাফনদী কিনারায় থেকে পাচারকারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্ট গুলি চালায়। পরে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে জাবেদ ও আসমাউলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাস বলেন, বিজিবি গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। দু’জনের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে। আহত বিজিবি সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, ১টি দেশীয় এলজি অস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানায় বিজিবি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close