কেনের অবিশ্বাস্য গোলে হারলো জুভেন্টাস (ভিডিও)
সময়ের আলো ডেস্ক
|
![]() কেনের অবিশ্বাস্য গোলে হারলো জুভেন্টাস (ভিডিও) ![]() কেনের অবিশ্বাস্য গোলে হারলো জুভেন্টাস (ভিডিও) এদিন ম্যাচের ৩০ মিনিটে টটেনহামকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা। তবে বিরতির পর ৫৬ মিনিটে জুভেন্টাসকে সমতায় ফেরান লা আলবিসেলেস্তেদের সাবেক ফরোয়ার্ড হিগুয়েন। এর ৪ মিনিট পর জুভদের ব্যবধানটা ফের বাড়িয়ে দেন রোনালদো। মাত্তিয়া ডি সিগলিওর পাস থেকে গোল করেন এই পর্তুগিজ উইঙ্গার। অবশ্য গোল উদযাপনের মহড়ায় বসে থাকেনি টটেনাহামও। ৬৫ মিনিটে ব্যবধান ২-২ করেন লুকাস মাউরা। তবে নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়েই নির্ধারণ হয় কোন দল হাসিমুখে মাঠ ছাড়বে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে টটেনহামকে জয়সূচক গোল এনে দেন কোচ মাউরিসিও পচেত্তিনোর প্রিয় শিষ্য হ্যারি কেন। |