ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

বন্যায় মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত ১০ সড়ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১৮১)
চার দিনের বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এলজিইডির ১০টি সড়কের প্রায় ছয় কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। বন্যার পানিতে সড়কের বিভিন্ন অংশে বিশাল খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে উপজেলার যানবাহন চলাচল ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েকটি গ্রামের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে পড়েছে।
জানা গেছে, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ টু চৈত্যনগঞ্জ প্রধান সড়কের রামপাশা এলাকায় পানির স্রোতে প্রায় ১শ মিটার সড়ক ভেঙে যায়। এতে দুই দিন যাবৎ তিনটি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ ছাড়া ভানুগাছ-সরইবাড়ি সড়ক ৯শ মিটার, আদমপুর জিসি ভানুগাছ জিসি টু ইসলামপুর সড়ক ২শ মিটার, আদমপুর আদকানী বাজার টু কাউয়ারগলা সড়ক ৪শ মিটার, আদমপুর ইউপি অফিস টু ভানুবিল জাঙ্গালিয়া মঙ্গলপুর সড়ক ১ হাজার মিটার, গোলের হাওর-ইসলামপুর অফিস সড়ক ১শ মিটার, আলীনগর চৌমুহনী টু পুর্বকালীপুর ২শ মিটার সড়কসহ সারা উপজেলায় প্রায় ছয় কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কগুলোর বিভিন্ন অংশের পিচ ও পাথর সরে গেছে। কোথাও কাথাও সড়কের ৫-১০ ফুট বন্যার পানিতে ভেঙে গেছে। সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দের। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, বন্যায় কমলগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close