৩ লাখ বিনিয়োগকারী পুঁজিবাজার ছেড়েছেন
সময়ের আলো ডেস্ক
|
![]() ৩ লাখ বিনিয়োগকারী পুঁজিবাজার ছেড়েছেন সিডিবিএলের তথ্য মতে, চলতি বছরে ৩০ জুন বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা
ছিলো ২৮ লাখ ৯ হাজার ৮৫০টি। সেখান থেকে ২ লাখ ৮১ হাজার ১৯৭টি কমে ০৩ আগস্ট
শনিবার পর্যন্ত ২৫ লাখ ২৮ হাজার ৬৫৩টিতে দাঁড়িয়েছে। চলতি বছরের ৩০ জুন পুরুষদের বিও হিসাবের সংখ্যা ছিলো ২০ লাখ ৭৬ হাজার ৬৯৬টি। সেখান থেকে ২ লাখ ৩১হাজার ৯৮৪টি কমে শনিবার দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৭১২টিতে। একই সময়ে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব সংখ্যা ছিল ৭ লাখ ৪০ হাজার ৬০৮টি। সেখান থেকে ৬৯ হাজার ৫০৬টি কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ১০২টিতে। আস্থা ও তারল্য সংকটে খাদের কিনারায় থাকা পুঁজিবাজারের ক্ষতি থেকে রেহাই পেতে ২ লাখ ৮১ হাজার ১৯৭টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারীরা বাজার ছেড়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। ব্রোকারেজ হাউস কর্তৃপক্ষ বলছে, চলমান দরপতনের কারণে নতুন করে বিও অ্যাকাউন্টগুলো নবায়ন না করায় বন্ধ করে দেওয়া হয়। তবে কেউ বিও চার্জ দিলেই যেকোনো সময় নবায়ন করতে পারবে। নিয়ম অনুসারে একজন বিনিয়োগকারী একটি বিও হিসাব থাকতে পারবে। |