এবারও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলো জয়ার ছবি
নিজস্ব প্রতিবেদক
|
![]() এবারও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলো জয়ার ছবি ![]() এবারও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলো জয়ার ছবি এবার ‘এক যে ছিল রাজা’ ছবিটি পুরস্কার পাওয়ার ঘোষণায় উচ্ছ¡সিত জয়া আহসান। তিনি বলেছেন, দুটো কারণে এটি আমার কাছে এক বিরাট আনন্দের, ২০১৭ সালে এ পুরস্কার পেয়েছিল কৌশিক গাঙ্গুলি পরিচালিত “বিসর্জন”। আমি সে ছবির অন্যতম মুখ্য চরিত্রে ছিলাম। এ বছরের পুরস্কৃত ছবি “এক যে ছিল রাজা”তেও আমি অভিনয় করেছি। দ্বিতীয় আনন্দের বিষয় হলো, এ ছবির প্রেক্ষাপট বাংলাদেশের ভাওয়াল অঞ্চল। গবেষক দলের অংশ হিসেবে ছবিটিতে ভাওয়ালের স্থানীয় বাংলা উচ্চারণের ভঙ্গিমা নিয়ে আসার কাজটিতে যুক্ত ছিলাম। কাকতালীয়ভাবে দুটো ছবির প্রেক্ষাপটই যে বাংলাদেশ, এটি আমার আনন্দের মাত্রা পূর্ণতর করেছে। “এক যে ছিল রাজা” ছবির প্রযোজনা সংস্থা এসভিএফ এবং ছবির পুরো টিমকে আন্তরিক অভিনন্দন। ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে ‘এক যে ছিল রাজা’ নির্মাণ করেছেন নির্মাতা সৃজিত মুখার্জী। |