সুইচবোর্ডে মুখ দিয়ে বিড়ালের করুণ হাল
সময়ের আলো ডেস্ক
|
কৌত‚হলী স্বভাবের জন্য বিড়ালের সুনাম আছে। কিন্তু অতিরিক্ত কৌত‚হল যে বিপদও ডেকে আনে, তা সম্প্রতি হাড়ে হাড়ে টের পেয়েছে এই বিড়ালটি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। কালো রঙের একটি বিড়ালের ছবি। সেটি পোস্ট করেছেন আওরাকুয়া নামে এক মহিলা। তার অতিরিক্ত কৌত‚হলী পোষ্যের কী অবস্থা হয়েছে সে কথাই ওই ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি। আওরাকুয়া জানিয়েছেন, ঢাকনা খোলা সুইচবোর্ডের মধ্যে মুখ ঢুকিয়ে ফেলেছিল তার পোষা বিড়ালটি। তারপর তার কী অবস্থা হয়েছে সেই ছবিই পোস্ট করে আওরাকুরা লিখেছেন, ‘অতিরিক্ত কৌত‚‚হলই কাল রাতে মেরে ফেলছিল একে!’ ছবিতে দেখা যাচ্ছে, সুইচবোর্ডে মুখ দিয়ে ভালো মতো ইলেকট্রিক শক খেয়েছে সে। সেই শক খেয়ে মাথার লোমসহ গোঁফ সোজা হয়ে গিয়েছে তার। বিড়ালটির অবস্থা দেখে বিখ্যাত কার্টুন চরিত্র টমের কথা মনে পড়ছে নেটিজেনদের। সিনহুয়া। |