ঈদের তৃতীয় দিন
শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুটে এখনো ঘরে ফেরা যাত্রীদের ভীড়
মাদারীপুর প্রতিনিধি
|
![]() শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুটে এখনো ঘরে ফেরা যাত্রীদের ভীড় ঈদের তৃতীয় দিনেও শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঘরমুখো যাত্রীদের ভীড় রয়েছে। বৈরি আবহাওয়ার মাঝে বৃষ্টিতে ভিজেই ফেরি, লঞ্চ, স্পীডবোটে পদ্মা পাড়ি দিয়ে কাঁঠালবাড়ি ঘাট হয়ে বাড়ি ফিরছেন দক্ষিনাঞ্চলের যাত্রীরা। তবে এদিন ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলেও ফিরছেন অনেক যাত্রী। সকাল থেকেই বৃষ্টি থাকায় ফেরিতে যাত্রীদের ভীড় ছিল বেশি। তবে লৌহজং টার্নিংয়ে ডুবচর সৃষ্টি হয়ে নৌ চ্যানেল ওয়ানওয়ে হয়ে যাওয়ায় ফেরিগুলো বিকল্প চ্যানেল ঘুরে চলাচল করছে। এতে প্রায় আধ ঘন্টা সময় বেশি লাগছে। বিআইডব্লিউটিসি' কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, বৈরি আবহাওয়ার কারনে মঙ্গলবার সকাল থেকে শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ডাম্ব ফেরি, লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ ছিল। বুধবার আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় সকাল থেকে এ রুটে সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়। ঈদের ছুটি শেষে সকাল থেকেইমানুষ কর্মস্থলে ফিরছে। তবে এদিনও ঘরমুখো মানুষের চাপ রয়েছে ঘাট এলাকায়। লঞ্চ, স্পিডবোটের পাশাপাশি ফেরিতে পরিবহনের চেয়ে ঘরমুখো যাত্রীদের ভীড় বেশি দেখা গেছে। দীর্ঘ সময় ডাম্ব ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। ঘাট এলাকায় পুলিশ, র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োজিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রন করছেন। বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ী ঘাট ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই লঞ্চ ও স্পীডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তবে এদিনও ঘরমুখো যাত্রীদের ভীড় রয়েছে।' বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ঘাট ম্যানেজার আ: সালাম বলেন, ডাম্ব ফেরিসহ সকল ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। কর্মস্থলে যে সংখ্যক মানুষ ফিরছে প্রায় সমপরিমান মানুষ ঘরেও ফিরতে দেখা যাচ্ছে। মঙ্গলবার ডাম্ব ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে। আমরা যাত্রীবাহি পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছি। |