ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

পূর্ণিমার ইনস্টাগ্রামে মিলিয়ন ফলোয়ার
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯, ১:৩৩ পিএম  (ভিজিট : ৫২৩)
সৌন্দর্যের আলোকচ্ছটা দিয়ে প্রতিনিয়ত মুগ্ধ করে যাচ্ছেন সবাইকে। বয়সকে স্রেফ সংখ্যায় পরিণত করেছেন তিনি । জি বলছি   ঢালিউড অভিনেত্রী পূর্ণিমার কথা ।তার ভক্ত-অনুরাগীর সংখ্যাও কম নয়। বড় পর্দা বা ছোট পর্দা ছাড়াও তার হালহকিকত জানতে সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখেন ভক্ত-অনুরাগীরা। ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে এ অভিনেত্রীর অনুসরণকারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

আর এতে খুব খুশি নায়িকা পূর্ণিমা। ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্টও করেছেন। লিখেছেন, ‘ইনস্টাগ্রামে এক মিলিয়ন অনুসরণকারী পূর্ণ হওয়ায় আমি খুবই সম্মানিত। খুব ভালো লাগছে। আমাকে যাঁরা অনুসরণ করছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সত্যিই এটি আমার জন্য বিশাল পাওয়া।’

জনপ্রিয় এ অভিনেত্রী ফেসবুকেও দারুণ সক্রিয়। তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ফলোয়ারের সংখ্যা ১৩ লাখেরও বেশি।

পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে এফ আই মানিক পরিচালিত ‘লাল দরিয়া’, মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘মেঘের পরে মেঘ’, এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’।

ছোটপর্দায় নাটক, টেলিফিল্মেও কাজ করেছেন পূর্ণিমা। টেলিভিশনে তাঁর উপস্থিতি মানেই দর্শকের জন্য বাড়তি কিছু পাওয়া।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close