ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

ধর্মকে দোষারোপ না করা
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১২৭)
আল্লাহ তায়ালা বলেন, ‘ইহুদিরা বলেÑ খ্রিস্টানরা কোনো ভিত্তির ওপরেই নয়। আর খ্রিস্টানরা বলেÑ ইহুদিরা কোনো ভিত্তির ওপরেই নয়। অথচ ওরা সবাই কিতাব পাঠ করে! এমনিভাবে যারা মুর্খ, তারাও ওদের মতোই উক্তি করে। অতএব, আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা দেবেন, যে বিষয়ে তারা মতবিরোধ করছিল।’ (সুরা বাকারা : ১১৩)
শিক্ষা
    ইহুদিরা হজরত মুসা (আ.)-এর প্রতি অবতীর্ণ তাওরাত অনুসরণ করে আর খ্রিস্টানরা হজরত ঈসা (আ.)-এর প্রতি অবতীর্ণ ইঞ্জিল অনুসরণ করে। (যদিও কিতাব দুটোর মূল রূপ বর্তমানে নেই)
    তারা একে-অপরকে দোষারোপ করে এবং অন্য ধর্মকে ভিত্তিহীন দাবি করে।
    তাদের প্রত্যেকের মূল কিতাবেই শেষ নবী হজরত মুহাম্মাদ (সা.) আগমনের সুসংবাদ দেওয়া ছিল। তারা সেসব কিতাবে পাঠ করত। তবু শেষ নবীকে না মেনে পরস্পরে দোষচর্চায় লিপ্ত।
    ইসলাম সব আসমানি কিতাবকেই বিশ্বাস করতে বলে। তবে শেষ আসমানি কিতাব কোরআন এসে পূর্ববর্তী আসমানি কিতাবের ওপর আমল করার নির্দেশ রহিত হয়ে গেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close