ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সৌম্য বাদ, রুবেল-শফিউলের ফেরা
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৫১ পিএম  (ভিজিট : ২২৩)
দেশে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্স করা সৌম্য সরকার।

পরের দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আবার সুযোগ হয়েছে দুই অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলামের।

বিশ্বকাপ থেকেই নিজের ব্যাটিংয়ে ভালো করতে পারছিলেন না সৌম্য। এবার ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪ ও ০ রান। ফলে নির্বাচকরা তাকে পরবর্তী ২ ম্যাচের জন্য বাদ দিয়েছেন। এছাড়া বাদপড়ার তালিকায় আরও রয়েছেন মেহেদি হাসান, ইয়াসিন আরাফাত মিশু ও আবু হায়দার রনি।

রুবেল ও শফিউলের সঙ্গে নতুন মুখ হিসেবে পরের দুই ম্যাচের জন্য নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ ও আমিনুল বিপ্লবকে। এই তিনজনই এর আগে কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। যদিও শান্ত’র টেস্ট ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, নাঈম শেখ, আমিনুল বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close