ই-পেপার বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা ইমরান খানের
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ৭:২৬ পিএম  (ভিজিট : ২৬৯)
সোমবার পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, দুইটা পরমাণু শক্তিধর দেশ যখন লড়ে, সেই লড়াই যদি পুরোদস্তুর যুদ্ধ হয়, তাহলে প্রত্যেক মুহূর্তে এই আশঙ্কা থাকে যে, সেটা পরমাণু যুদ্ধে গড়াবে। 
 
জাতিসংঘে আসন্ন সাধারণ অধিবেশনে নিজের বক্তব্যের আগে এই হুঁশিয়ারি দিয়ে ইমরান খান বলেন, তিনি ‘অবশ্যই’ মনে করেন, ভারত-পাকিস্তান যুদ্ধের  আশঙ্কা রয়েছে এবং সেই বিপর্যয়ের প্রভাব ভারতীয় উপমহাদেশের সীমানা ছাড়িয়ে যাবে। তাই তারা প্রতিটি আন্তর্জাতিক মঞ্চকে সক্রিয় হতে বলছেন। 

নয়াদিল্লির সঙ্গে আলোচনায় নারাজ ইমরান খান। তার অভিযোগ, ৩৭০ অনুচ্ছেদ রদের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে বে-আইনিভাবে কাশ্মিরে হাত বসিয়েছে ভারত। এর পরে আপাতত আলোচনার প্রশ্ন নেই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close