ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

নড়াইলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতন
চোখ উপড়ে ফেলার অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১০৪)
নড়াইলে সিমান বিশ্বাস (১০) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর চোখ উপড়ে ফেলার অভিযোগ করেছে তার পরিবার। রোববার রাতে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামে শিশুটির প্রতিবেশী প্রভাত সরকার তার চোখ উপড়ে ফেলে। নির্যাতিত সিমান কোড়গ্রামের টুটুল বিশ্বাসের ছেলে। জানা যায়, নির্যাতনের সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এলাকাবাসী জানায়, সিয়ামের বাড়ির সামনের রাস্তায় পাটখড়ি শুকাতে দেওয়া ছিল। রোববার রাত আনুমানিক ৭টার দিকে পাটখড়ি তুলছিল সে। এমন সময় প্রতিবেশী প্রভাত সরকার রাস্তা ময়লা করার অভিযোগে শিশুটিকে বাঁশ দিয়ে পেটায়। একপর্যায়ে চোখের ভেতর বাঁশের মাথা দিয়ে চাপ দিলে শিশুটির চোখ উপড়ে যায়। বর্তমানে শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযুক্ত প্রভাত সরকার সাতঘরিয়া গ্রামের পরিমলের পুত্র। সে নড়াইলের দোভোগ বাজারে স্বর্ণের ব্যবসা করে। এ ঘটনার পর প্রভাত পলাতক রয়েছে। এলাকাবাসী ও তার পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close