ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ছুটির আমেজে টাইগাররা
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ২০.০৯.২০১৯ ১২:২৩ এএম  (ভিজিট : ১৫০)
সূর্য তখন মধ্য গগনে। ঠাঠা রোদ, চোখ মেলে তাকানোও দায়। এরই ফাঁকে টিম হোটেল রেডিসন ব্লুর সামনের করিডরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকর্মীদের লেখনীর জোগান দিয়ে গেলেন আমিনুল ইসলাম বিপ্লব, বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের শহর চট্টগ্রামে আগের দিনই যার বৈপ্লবিক অভিষেক দেখেছে বাংলাদেশ। অভিষেকের সাফল্য নিয়ে রোমাঞ্চ, সেই ম্যাচেই চোটের ধাক্কা এমন অনেক বিষয় নিয়ে কথাবার্তা শেষে ভেতরে ঢুকে গেলেন আমিনুল। সন্ধ্যা পর্যন্ত আর বেরুননি। স্কোয়াডের অনেকেই তো হোটেলবন্দিই রেখেছিলেন নিজেদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষ করে, সব আনুষ্ঠানিকতা  সেড়ে টিম হোটেলে যখন পৌঁছেছেন ক্রিকেটাররা, তখন প্রায় মধ্যরাত। বিছানায় যেতে তাই অনেকটাই দেরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার আর আনুষ্ঠানিক অনুশীলনপর্ব রাখেনি টিম ম্যানেজমেন্ট। সাকিব অ্যান্ড কোং তাই সময় কাটিয়েছে হোটেলে শুয়ে-বসে, অল্পক্ষণের জন্য এদিক-সেদিক ঘুরে। মাঠমুখো হননি কেউ। এক কথায় ছুটির আমেজে দিনটা কাটিয়েছে টাইগাররা।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ শনিবার, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই। প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি নিছকই আনুষ্ঠানিকতা। ইতোমধ্যেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ আর আফগানিস্তান। তাই এ ম্যাচের জয়-পরাজয় সিরিজে কোনো প্রভাবই ফেলবে না। তবে ফাইনালের আগে নিজেদের আরও ভালোভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ এ ম্যাচ। বাংলাদেশের জন্য ম্যাচটি প্রতিশোধেরও। প্রথম সাক্ষাতে রশিদ খানের দলের কাছে বাজেভাবে হেরেছিল তারা।
অনেকদিন ধরেই আফগানিস্তান বড় হতাশার নাম হয়ে আছে বাংলাদেশের কাছে। দলটির বিপক্ষে সবশেষ চারটি টি-টোয়েন্টির কোনোটিতেই জয় দেখা হয়নি। তাই আসন্ন ফাইনালের মহড়াটাকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে বাংলাদেশ। জিম্বাবুয়ে ম্যাচ শেষেই কথাটা জানিয়ে রেখেছেন দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ‘আমার কাছে মনে হয় পরের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু র‌্যাঙ্কিংয়ে তারা (আফগানিস্তান) ওপরে আছে। তারা ৭ নাম্বারে, আমরা সম্ভবত ১০ নাম্বারে। তাই আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা যেন আত্মবিশ্বাসটুকু নিয়ে যেতে পারি ফাইনালে।’
ক্লান্তি কাটিয়ে ওই ম্যাচে দল যাতে চাঙ্গা হয়ে ফেরে, সেজন্যই বৃহস্পতিবার আনুষ্ঠানিক অনুশীলনপর্ব রাখেনি টিম ম্যানেজমেন্ট। দলের কোচিং স্টাফের সদস্যরা ক্রিকেট ছেড়ে কিছুটা সময় কাটিয়েছেন গলফ খেলে। ক্রিকেটাররা ছিলেন যে যার মতো। ভর দুপুরে হোটেল ছেড়ে পুলিশি পাহাড়ায় বেরিয়ে এলেন চার ক্রিকেটারÑ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত। হাঁটতে হাঁটতেই কুশল বিনিময়ের পর তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন জানালেন, দুপুরের খাবার খেতে যাচ্ছেন।
বেশি দূরে নয়, টিম হোটেলের উল্টো দিকে ‘রোদেলা বিকেল’ নামক এক রেস্তোরাঁয়। খানিক পর ওই রেস্তোরাঁয় তাদের সঙ্গী হয়েছেন মোসাদ্দেক হোসেনও। রোদেলা বিকেলে দুপুরের খাবার, কতটা জম্পেশ হয়েছে তা অবশ্য অজানাই থেকেছে। তবে রেস্তোরাঁ থেকে পাঁচ ক্রিকেটার হোটেলে ফিরেছেন হাসিমুখে। নিসন্দেহে সেই হাসিটা অবারিত হবে, যদি জয়ের ধারায় থেকে চট্টগ্রামপর্বটা শেষ করে ২৪ সেপ্টেম্বরের ফাইনালের জন্য পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ঢাকায় ফিরতে পারে তাদের দল।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close