ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

টেস্ট থেকে বিদায় মঈন আলী
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪১ এএম  (ভিজিট : ১৮৬)
ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী টেস্ট ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । নতুন ঘোষিত চুক্তিতে টেস্ট ম্যাচের জন্য জায়গা হয়নি মঈনের। যদিও বার্ডের পক্ষ থেকে তাকে বিবেচনায় রেখেছে জানানো হয়েছে । তবে আপাতত নিউজিল্যান্ড সফরের টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মইন।
 
লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ সালে অভিষেক হয় মঈনের। এরপর থেকে এই প্রথম কেন্দ্রীয় চুক্তির কোনও পর্যায় থেকে বাদ পড়লেন তিনি (অ্যাশেজের প্রথম টেস্টের পর বাদ পড়েছিলেন মঈন)। কেন্দ্রীয় চুক্তির বিষয়ে মাথা বেথা নেই তার, ‘কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়াটা কিছুটা হতাশার হলেও আমি এটা নিয়ে ভাবছি না। ক্রিকেট কখনোই আমার কাছে টাকার ব্যাপার ছিল না। আমি সবসময়ই নিজের বিশ্বাসের ওপর নির্ভর করেছি, এবং বিশ্বাস করেছি; একটু সময় লাগবে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে।’

ইএসপিএনক্রিকইনফোকে মঈন বলেছেন, ‘আমি পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে চাই। পাঁচ বছর ধরে ইংল্যান্ডের হয়ে খেলছি, ব্যাপারটা কঠিন। টেস্ট ক্রিকেটে তীব্রতাটা বেশি থাকে, এ কারণেই আমার এই বিরতি নেওয়া। এরপর দেখা যাক, কী ঘটে।’

 ইংলিশদের হয়ে কবে টেস্ট খেলবেন এমন প্রশ্নের জবাববে তিনি বলেন; প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি মঈন,  ‘ভবিষ্যতে টেস্ট ক্রিকেট খেলার সম্ভাবনা নাকচ করে দিচ্ছি না আমি এখনই। অনেক কথা বলেছি, চিন্তা-ভাবনা করেছি এটা নিয়ে। নিজের ব্যাটারি আবার চার্জ করতে নিজেকে একটু সময় দিতে চাই, এরপর দেখতে চাই কী ঘটে।'

আপাতত মঈন ব্যস্ত আছেন নিজ কাউন্টি উরস্টারশায়ার নিয়েই। দল থেকে দূরে থেকে মানসিক ও শারীরিকভাবে হয়তো আবার তরতাজা হওয়ার দরকার মঈনের; তাই হয়ত টেস্ট ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে যাওয়া।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close