ই-পেপার মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

স্কুলমাস্টার থেকে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ
‘ন যাইয়ুম একবারও বলিনি’
প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৫১ পিএম আপডেট: ২৩.০৯.২০১৯ ১২:৩০ এএম  (ভিজিট : ৫৪৪)
‘বাংলাদেশি কতিপয় গণমাধ্যম বলেছে আমি ন যাইয়ুম বলেছি। অথচ ন যাইয়ুম একবারও বলিনি।’ সরেজমিন গত ৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালংয়ে এক নম্বর ক্যাম্পে ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) কার্যালয়ে সময়ের আলোকে এসব কথা বলেন রোহিঙ্গা নেতা মো. মুহিবুল্লাহ। প্রত্যাবাসনে রোহিঙ্গাদের অনীহা প্রসঙ্গে এ সময় এআরএসপিএইচর সভাপতি মুহিবুল্লাহ বলেন, ‘আমরা চাই নিরাপদ জীবন।


বাংলাদেশ আমাদের যথেষ্ট মানবিকতা দেখিয়েছে। স্থানীয় জনগণ ও সরকার আমাদের অনেক সহযোগিতা করছে, যা কিয়ামত পর্যন্ত আমরা মনে রাখব।’
                                      
রোহিঙ্গাদের অধিকার আদায়ের আন্দোলনে প্রথম সারির নেতা মুহিবুল্লাহ।

যিনি এর আগে যুক্তরাষ্ট্রেও গেছেন রোহিঙ্গাদের পক্ষে কথা বলতে। এ নিয়েও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close