ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

কুমিল্লা বিশ^বিদ্যালয়
ফুটবল খেলাকে কেন্দ্রকরে সংঘর্ষ আহত ১০
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ২৭)
কুমিল্লা বিশ^বিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বাংলা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। রোববার বিকাল ৪টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে। জানা গেছে, মাঠে খেলা চলাকালে ফাউল করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়ে দুই বিভাগের একাধিক শিক্ষার্থী। এতে
বাংলা বিভাগের রিয়াদ, আব্দুর রহমান, সাকিবসহ কয়েক শিক্ষার্থী মাঠে ঢুকে মার্কেটিং বিভাগের এক খেলোয়াড়কে ধাক্কা দেয়। পরে দুপক্ষে উত্তেজনা শুরু হলে আয়োজক কমিটি প্রায় ২০ মিনিট খেলা বন্ধ রাখে। খেলা শেষ হলে মাঠ থেকে ফেরার পথে আগের ঘটনার জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এ সময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা থামাতে গেলে তাদেরও মারধর করে তারা। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী বিজয়কে বেধড়ক মারধর করে। এ সময় বিজয়ের মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে বিজয় অজ্ঞান হয়ে পড়ে। পরে সহপাঠীরা বিজয়কে বিশ^বিদ্যালয়ের মেডিকেলে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ সময় নৃবিজ্ঞান ১২তম ব্যাচের তানজীম হোসেন সোহাগ, বাংলা দশম ব্যাচের বিজয়সহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়।
ছাত্রলীগ নেতা মাসুম বলেন, ‘মারামারি চলাকালে আমি থামাতে গেলে কেউ একজন ধাক্কা দেয় এবং আরেকজন আমার পেটে ছুরি জাতীয় কিছু দিয়ে জখম করে। এতে আমার পেটের কিছু অংশ কেটে যায়। তখন উত্তেজিত অবস্থায় হয়তো কাউকে ধাক্কা দিয়েছিলাম।’
আরেক ছাত্রলীগ নেতা জুনায়েদ বলেন, ‘আমি ঠেকাতে গেলে বাংলা বিভাগের শিক্ষার্থীরা আমাকে মারধর করে। পরে মারধর থামাতে অনেককেই সরাতে হয়েছে।’ আহত বিজয়কে মারার কথা সে অস্বীকার করে।
বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বসেছি। তদন্তসাপেক্ষে কারা কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close