‘মাপকাঠি’তে ভাবনা
আনন্দ সময় প্রতিবেদক
|
এই সময়ের ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সবসময়ই চেষ্টা করেন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে। সম্প্রতি মাতিয়া বানু শুকুর চিত্রনাট্যের ও মো. রবিউল শিকদারের ‘মাপকাঠি’ নাটকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। |