অভিযোগ নিয়ে মুখ খুললেন জায়েদ
শেষ হচ্ছে ‘দুলাভাই জিন্দাবাদ’
আনন্দ সময় প্রতিবেদক
|
শাহীন সরকার পরিচালিত ধারাবাহিক নাটক ‘দুলাভাই জিন্দাবাদ’। মানস পাল রচিত হাসির এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনয়শিল্পীরা। এরই মধ্যে নাটকটির শেষ লটের শুটিংও শেষ হয়েছে। ১৫৯ পর্ব প্রচারের মধ্য দিয়ে দর্শকপ্রিয় এই কমেডি ঘরানার ধারাবাহিক নাটকটির প্রচার শেষ হবে আগামী সপ্তাহে। ২০১৮ সালের ১০ জুন প্রথম পর্ব দেশ টিভিতে প্রচার হয়। শুরু থেকেই নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। দুলাভাই জিন্দাবাদ নাটকটি প্রতি রবি থেকে বুধবার রাত ৮টা ১৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হতো। |