ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

হীরের পেটে হীরে
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১১১)
সম্প্রতি রাশিয়ায় এমন একটি হিরে আবিষ্কার হয়েছে, সে রকম বিশ্বের কেউ কখনও দেখেননি। হীরের মধ্যে দেখা গেল আরও একটি হীরে। ভেতরের হীরেটি একদম আলগাভাবে রয়েছে, নড়াচড়া করছে। রাশিয়ার সরকারি খনন সংস্থা অ্যালরোসা পিজেএসসি শুক্রবার জানিয়েছে, হীরেটি সাইবেরিয়ার একটি খনি থেকে উত্তোলন করা হয়েছে। হীরেটির বয়স ৮০ কোটি বছরের বেশি হতে পারে। রাশিয়ার মাত্রিওস্কা পুতুলের নামে এর নাম রাখা হয়ছে। মাত্রিওস্কা হীরেটির মোট ওজন ০.৬২ ক্যারেট। তার মধ্যে ভেতরের হীরেটির ওজন ০.০২ ক্যারেট। হীরেটি সাইবেরিয়া অঞ্চলের ইয়াকুতিয়ার নাইরবা খনি থেকে মিলেছে। হীরেটি আবিষ্কার হওয়ার পর হীরে বিশেষজ্ঞরা সেটিকে নানাভাবে পরীক্ষা করেন। হীরেটি এক্স-রেসহ নানা পদ্ধতিতে দেখা হয়। পরীক্ষার পর বিশেষজ্ঞরা মনে করেছেন, প্রথমে ভেতরের ছোট হীরেটি তৈরি হয়। পরবর্তীকালে বাইরের হীরেটি তার চারদিকে গঠিত যায়। তবে দুটি হীরের মাঝে কীভাবে বাতাস রয়ে গেল সেটি নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্পুটনিক।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close