ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

নাসায় এটলাস তৈরি করেন অনন্যা
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ৯০)
এবার প্রথম বাংলাদেশি হিসেবে নাসায় ‘ওরায়ন নেবুলা’ নামে একটি তারকা গুচ্ছের এটলাস তৈরি করেছেন তানিমা তাসনিম অনন্যা। জানা গেছে, এটি তিনি হাবল টেলিস্কোপের সাহায্যে তৈরি করেন। তার গবেষণার বিষয়টি ছিল এক্স-রে দ্বারা বিগত সাড়ে ১২ বিলিয়ন বছরে এ ধরনের সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের একটি সেনসাস তৈরি করা। এই সেনসাস তৈরি করতে তিনি একটি নিউরাল নেটওয়ার্ক কোড করেন। ড. অনন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রের ডার্টমুথ কলেজে একজন পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছেন। এ ছাড়া ইউরোপিয়ান নিউক্লিয়ার রিসার্চ সেন্টারেও তিনি কাজ করেছেন।
অনন্যা যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করে পিএইচডি লাভ করেন। তার পিএইচডির অংশ হিসেবে জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিক্সেও ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করেন।
এ ছাড়া নাসার মেধাবী এই গবেষক ইয়েলে পড়াকালীন লি পেজ অ্যাওয়ার্ড এবং অ্যালেন জে ব্রোমলি ফেলোশিপ অ্যাওয়ার্ডও লাভ করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close