ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

জাবি ভিসিকে প্রতিরোধের ডাক আন্দোলনকারীদের
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১০৭)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ‘দুর্নীতর বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর প্ল্যাটফর্মের অন্যতম সমন্বয়কারী মোহাম্মদ দিদার। তিনি বলেন, টেন্ডার শিডিউল ছিনতাইয়ের বিচার না করা, দুর্নীতির বিষয়ে তদন্তের মুখোমুখি হতে ভয় পাওয়া, আন্দোলন দমাতে নোংরা নীতি অবলম্বন এসব প্রমাণ করে উপাচার্য দুর্নীতির সঙ্গে জড়িত। সরকারের পক্ষ হতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এবার তাকে আমরা প্রতিরোধের ডাক দিলাম।
জাবি শাখা ছাত্র ইউনিয়নের নেতা রাকিবুল রনি বলেন, ২৩ অক্টোবর থেকে তাকে প্রতিরোধের আন্দোলন শুরু হবে। এই আন্দোলন তখনই বন্ধ হবে যখন এই ভিসি অপসারিত হবেন এবং রাষ্ট্রীয় বিচারের সম্মুখীন হবেন। ২৩ তারিখের পর তার কোনো অফিস আদেশ আমরা আর মানব না। অধ্যাপক ড. খবির উদ্দিন বলেন ২৩ তারিখের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই উপাচার্যের আর কোনো দরকার নেই। এদিকে আন্দোলকারীদের ক্ষমতা লোভী ও ষড়যন্ত্রকারী অভিহিত করে, বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে ক্যাম্পাসে ভিসিপন্থি হিসেবে পরিচিত ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে’ প্ল্যাটফর্মের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close