ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

ঘুষ গ্রহনের সময় জেলা পরিষদের সার্ভেয়ারকে আটক
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯, ৪:২৪ পিএম  (ভিজিট : ৭৪৩)
সার্ভেয়ার মো. আল আমিন আটক

সার্ভেয়ার মো. আল আমিন আটক

অভিযান চালিয়ে ঘুষ গ্রহণের সময় জেলা পরিষদের সার্ভেয়ার মো. আল আমিনকে হাতেনাতে আটক করেছে দুদক দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা পরিষদ থেকে তাকে আটক করে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু হেনা আশিকুর রহমান জানান, সদর উপজেলার বড়ইল গ্রামের মো. সাইফুল আলীর স্ত্রী শাবানা খাতুন জেলা পরিষদের বাঙ্গিবেচা মৌজায় সাড়ে ৯ শতক জমি লিজ নেওয়ার জন্য আবেদন করেন। জেলা পরিষদ জমিটি লিজ দেওয়ার পক্ষে মতামত দিলেও শাবানা খাতুনের কাছে সার্ভেয়ার আল আমিন ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে তাকে ওই জমি লিজ দেওয়া হবে না জানিয়ে দেন সার্ভেয়ার আল আমিন। এ ব্যাপারে সমন্বিত জেলা দুদক অফিসে অভিযোগ করেন শাবান খাতুন।

মঙ্গলবার সকালে শাবান খাতুন জমির লিজ নেওয়ার জন্য আল আমিনকে ২০ হাজার টাকা দেন। এসময় অভিযান চালিয়ে সার্ভেয়ার আল আমিনকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করে দুদক। আটকের পর সার্ভেয়ার আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close