ছাড় পাচ্ছেন না এসপি হারুন
তদন্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
|
![]() ছাড় পাচ্ছেন না এসপি হারুন বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বলেছেন, এসপি হারুনের বিষয়ে তদন্ত করা হবে।সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (এসপি হারুন) উঠিয়ে নিয়ে গেছেন, নাকি কী করেছেন, এটা তো তদন্তের ব্যাপার। তদন্তের পরই আমরা এগুলো খোলাসা করে বলতে পারব। এসপি হারুনের বিষয়ে তদন্ত শুরু হয়েছে কি না এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা তো শুরু হবেই। আমরা সবেমাত্রই তো তাকে (এসপি হারুন) সরিয়ে এনেছি।’ চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী ও গুলশান ক্লাবের সভাপতি শওকত আজিজ রাসেলের স্ত্রী ও পুত্রকে রাজধানীর গুলশানের বাসা থেকে নারায়ণগঞ্জে তুলে নিয়ে যাওয়ার দুই দিনের মাথায় ৩ নভেম্বর এসপি হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে পুলিশ সদর দফতরের পুলিশ সুপার (টিআর) করা হয়েছে। যদিও তিনি বৃহস্পতিবার পর্যন্ত সদর দফতরের ট্রেনিং রিজার্ভ (টিআর) শাখায় যোগ দেননি বলে জানা গেছে। এদিকে বুধবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের এক অনুষ্ঠানে যোগ দিতে গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে এসপি হারুন সেখানে সালাম দিতেই স্বরাষ্ট্রমন্ত্রীর চোখেমুখে বিরক্তির ছাপ লক্ষ করা যায়। |