ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

পরিস্থিতির ওপর নজর বিশে^র শীর্ষ কেন্দ্রীয় ব্যাংকগুলোর
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১০০)
বৈশি^ক আর্থিক পরিস্থিতি সামলানোর জন্য সুদহার কাটছাঁটসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিশে^র শীর্ষ কেন্দ্রীয় ব্যাংকগুলো। এখন নীতিনির্ধারকদের নজর, এতদিন তারা যেসব পদক্ষেপ নিয়েছে তা আগামী মাসগুলোর জন্য শ্লথগতি কতটা কার্যকর।
মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধের জের বিশ^বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। এই পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফিলিপাইন ও মার্কিন যুক্তরাষ্ট্র সুদহার কমিয়েছে। সাম্প্রতিক সময়ে আরেক দফা সুদহার কমিয়েছে ফেড। তবে ইউরোপীয় ইউনিয়ন, ব্যাংক অব জাপান খুব শিগগির কমাচ্ছে না। বিশ^জুড়ে সুদহার কাটছাঁটের হিড়িক পড়লেও জাপান নিজেদের সামলে রেখেছে। উন্নয়নশীল বিশে^ আগস্ট মাসে সুদহার কমানোর যে হিড়িক পড়েছিল তা অনেকটা কমে এসেছে। বাণিজ্য যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিজেদের নেওয়া পদক্ষেপ কতটা কার্যকর হচ্ছে তা নিশ্চিত হওয়ার জন্য কিছুটা বিরতি নিতে যাচ্ছে নীতিনির্ধারকরা। জার্মানি, নেদারল্যান্ডস ও ফ্রান্স বন্ড কেনা প্রোগ্রাম আবার চালু করার বিরোধিতা করেছে।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close