এই দিনে : অ্যাডাম গিলক্রিস্ট
|
টেস্ট ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাসে নেই অ্যাডাম গিলক্রিস্টের মতো আর কোনো খেলোয়াড়, যার জন্ম ১৯৭১ সালের আজকের দিনে। যখন ইয়ান হিলি অবসরে যান, স্পষ্ট হয় অস্ট্রেলিয়ার দুর্বল স্থান। তবে অজিরা দ্রুতই খুঁজে পায় গিলক্রিস্টকে। টেস্টে এই উইকেটকিপার-ব্যাটারের গড় ৪৭.৬০ এবং রানগুলো করেছেন আগ্রাসী ব্যাটিংয়ে। স্টিভ ওয়াহের টস জিতে বোলিং নেওয়ার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে যে বিপ্লব ঘটেছিল তার কেন্দ্রে ছিলেন গিলক্রিস্ট। ২০০১ সালে এজবাস্টনে অজি এই ওপেনার খেলেন ১৫২ রানের দুর্দান্ত এক ইনিংস। একই বছরে তার বিস্ময়কর ১২২ রানে ভর করে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে জয় পায় অস্ট্রেলিয়া। ওই ম্যাচে গিলক্রিস্ট তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ৮৪ বলে। এক যুগের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনবার বিশ^কাপ জয়ের স্বাদ পাওয়া |