কাস্টম হাউসের ভল্ট ভেঙে সোনা চুরি তদন্ত কমিটি গঠন
৭ জন ডিবি হেফাজতে
বেনাপোল (যশোর) প্রতিনিধি
|
![]() কাস্টম হাউসের ভল্ট ভেঙে সোনা চুরি তদন্ত কমিটি গঠন কাস্টম সূত্র জানান, জাতীয় রাজস্ব বোর্ডের এই টিমের নেতৃত্বে আছেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) খন্দকার আমিনুর রহমান,সি আইসেলের যুগ্ম কমিশনার জাকির হোসেন, যশোরের পুলিশ সুপার মইনুল হক, বেনাপোল কাস্টম কমিশনার বেলাল হোসাইন চৌধুরী ও বেনাপোল কাস্টমের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম। দুর্ধর্ষ চুরির রহস্য উদ্ঘাটনে বেনাপোল পোর্ট থানাসহ র্যাব, ডিবি, সিআইডি এবং পিবিআই ঘটনাস্থল পরিদর্শন শেষে বেনাপোলের বিভিন্ন স্থানে তদন্ত কাজ করছেন। তারা বিভিন্ন ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন আলাদা করে। স্থানীয় সূত্র বলছেন, বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের দাবি অনুযায়ী অতীতে এখানে এমন ভয়ঙ্কর চুরির ঘটনা ঘটেনি। লকারের কক্ষটি অত্যন্ত গোপনীয় এবং সেখানে দায়িত্বশীল ছাড়া কারও প্রবেশাধিকার নেই। কক্ষের চারপাশে সিসি ক্যামেরা রয়েছে। বলা হচ্ছে চোররা ঘরে প্রবেশের আগে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে গোপন কক্ষে ঢুকে লকার ও ভল্ট ভেঙে ১৯ কেজি ৩৮৫ গ্রাম সোনা নিয়ে যায়। এই চুরি অত্যন্ত পরিকল্পিত এবং দীর্ঘ পর্যালোচনার ফসল। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮ ও ৯ নভেম্বর সাপ্তাহিক ছুটি ও ১০ নভেম্বর রোববার ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির কারণে কেউ অফিসে ছিল না। সেই সুযোগ কাজে লাগিয়ে চোররা অফিসের ভল্ট ভেঙে ২০ কেজি সোনা চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঘটনাস্থলে ডেপুটি কমিশনারের অফিস কক্ষ। ঝুলানো রয়েছে উচ্চ মতাসম্পন্ন সিসি ক্যামেরা। তবে ক্যামেরায় কিছুই ধরা পড়েনি। কারণ ক্যামেরাটি সচল থাকলেও মূল মেশিন থেকে সেটি বিকল করা ছিল। কেন বিকল ছিল? এমন প্রশ্ন অনেকের। যশোর থেকে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল বেনাপোল কাস্টম হাউসে স্বর্ণ চুরির ঘটনা তদন্ত করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে তদন্ত টিমের সদস্য পরিদর্শক (পিবিআই) কাজী মাহবুবুর রহমান জানান, ‘আমরা তদন্ত শুরু করেছি। খুব শিগগির চুরির রহস্য উদ্ঘাটন হবে বলে আশা করছি’। |