ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

পাইকগাছায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে ক্যাটেল সাইক্লোন শেল্টার
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ৮:৩৫ পিএম  (ভিজিট : ১৮২)
পাইকগাছায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে ক্যাটেল সাইক্লোন শেল্টার। এটি নির্মিত হলে মানুষের পাশাপাশি ঘূর্ণিঝড়সহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগের সময় পশু-পাখি ও প্রাণী সম্পদের নিরাপত্তা নিশ্চিত হবে। এটি নির্মিত হচ্ছে উপজেলার চাঁদখালী কলেজ বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের পাশেই।

৩২ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থ আয়তনের সাইক্লোন শেল্টারটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় শেল্টারটির নির্মাণ কাজ করছেন যশোরের ঠিকাদারী প্রতিষ্ঠান সনেক্স ইন্টারন্যাশনাল।

শনিবার সকালে নতুন ক্যাটেল সাইক্লোন শেল্টারের নির্মাণ কাজের উদ্বোধন করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদখালী কলেজের অধ্যক্ষ অন্নদা শংকর, সনেক্স ইন্টারন্যাশনালের ঠিকাদার দেবায়ণ ঘোষ ও প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী সুমন আল-মামুন।

এ ধরনের সাইক্লোন শেল্টার প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না বলেন, সচারাচর দুর্যোগের সময় সাধারণ মানুষ পশু-পাখি রেখে আশ্রয় কেন্দ্রে আসতে চায় না। ফলে ক্ষয়ক্ষতিসহ প্রাণহানীর আশংকা বেশি থাকে। এটি দুর্যোগ প্রবণ এলাকা। অত্র এলাকায় পশু-পাখিদের জন্য আলাদা কোনও সাইক্লোন শেল্টার নাই। এবারই প্রথম নির্মিত হচ্ছে ক্যাটেল সাইক্লোন শেল্টার। ৪ হাজার প্রাণীর ধারণ ক্ষমতা সম্পন্ন সাইক্লোন শেল্টারটি নির্মাণ হলে মানুষের পাশাপাশি দুর্যোগের সময় প্রাণী সম্পদেরও নিরাপত্তা নিশ্চিত হবে।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close