ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ঘুমধুম সীমান্তে গোলাগুলি, ২ মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ১:৩০ পিএম আপডেট: ১৭.১১.২০১৯ ১:৪৩ পিএম  (ভিজিট : ২৩৬)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে হোসেন আলী ও ইয়াসিন নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও ১টি শর্টগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রোববার (১৭ নভেম্বর) ভোরে ঘুমধুমের তুমব্রুর চম্পাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। তাদের দুইজনকে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। বেলা ১১ টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চম্পাকাটা সীমান্তে টহল দেয়ার সময় ১০-১২ জনের একটি দলকে থামতে বললে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে এসব মাদকসহ দুইজনের মরদেহ পাওয়া যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির সাথে গোলাগুলিতে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তাদের লাশ বর্তমানে আমাদের কাছে আছে। ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিচ ইয়াবা, ১টি শর্টগান ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close