ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

যারা মানুষকে জিম্মি করে তাদের মোকাবেলা করতে হবে : নাসিম
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ২০.১১.২০১৯ ১১:১৬ পিএম  (ভিজিট : ১০৫)
  দেশের মানুষকে জিম্মি করে যারা পরিবহন ধর্মঘট করছে তাদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে। এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জেলহত্যা দিবস ও শেখ রাসেলের জন্মদিনটি ‘শিশু রক্ষা দিবস’ হিসেবে পালনের দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নাসিম বলেন, দেশের জনগণকে যারা জিম্মি করছে, শক্ত হাতে তাদের মোকাবেলা করা হবে। ক্যাসিনো কাÐের সঙ্গে জড়িতদের যেমন কোনো ছাড় দেওয়া হয়নি, তেমনি এদেরকেও ছাড় দেওয়া হবে না। সড়ক পরিবহন আইন হওয়ার আগে শ্রমিক ও মালিকের স্বার্থরক্ষার জন্য অনেক আলোচনা হয়েছে। এরপর এক বছর পর্যালোচনায় রেখে আইনটি পাস করা হয়েছে। এখন জনগণকে জিম্মি করে ধর্মঘট করবেÑ এটা তো হতে পারে না। পরিবহন-শ্রমিক নেতা ও মালিকদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এ নেতা বলেন, কোনো ঘাতক চালক নিজের ইচ্ছামতো কাউকে হত্যা করবে, এটা দেশের জনগণ মেনে নেবে না।  সংগঠনের কার্যনির্বাহী সভাপতি ফাল্গুনী হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close