ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সিলেটে চোরাই পথে আসা ২৭৯টি ফোন জব্দ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ৯২)
সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ২৭৯টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করেছে মহানগর পুলিশ। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৮৫ হাজার টাকা। এ ঘটনায় জড়িত থাকায় নগরীর বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করা হয়। একই অভিযানে দুটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হচ্ছেÑ নগরীর পশ্চিম শাহী ঈদগাহ এলাকার মোশারফ হোসেন খান (৩৮), দক্ষিণ সুরমার কায়স্তরাইল এলাকার জাহাঙ্গীর হোসেন (৩৪), কাজীটুলার মক্তবগলি এলাকার ফারুক মিয়া (৩৬) ও জহিরুল ইসলাম
সোহাগ (৩৯)।
সিলেট মহানগর পুলিশ সূত্র জানায়, এ চারজনকে আটকের পর তাদের কাছ থেকে উদ্ধারকৃত ভারত থেকে চোরাই পথে আসা বিভিন্ন কোম্পানির ২৭৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৮৫ হাজার টাকা। জব্দকৃত ২টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close