জকিগঞ্জে ইউপি সদস্যের নির্যাতনের ভিডিও ভাইরাল
নির্যাতনকারী সেই সালাম মেম্বার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
|
নির্যাতনকারী সেই সালাম মেম্বার গ্রেফতার এ ঘটনার পর এলাকায় সমালোচনার জন্ম দেন বিভিন্ন অপকর্মে জড়িত সালাম মেম্বার। তাকে গ্রেফতারে তৎপরতা চালায় পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাঁশে বেধে যুবক নির্যাতনকারী সালাম মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তার আরও তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা হলেন, এবাদ মেম্বার, আনোয়ার, ও শাহজাহান। জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের বৃহস্পতিবার সময়ের আলোকে এর সত্যতা নিশ্চিত করেন। এদিকে ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলশাহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম আটগ্রাম গুচ্ছগ্রামের গিয়াস উদ্দিন নামের যুবককে বাঁশের সঙ্গে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করছেন। জিজ্ঞেস করলে সে বলছে, ১০ মাস আগের হবে। বিষয়টি যাচাই-বাছাই চলছে। বিষয়টি কেউ আগে পুলিশকে অবহিত করেননি উল্লেখ করে ওসি বলেন, পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখে ঘটনার খোঁজ নেয়। ওসি আরও জানান, ইউপি সদস্য আবদুস সালামের বিরুদ্ধে মানুষকে নির্যাতনের আরও অভিযোগ পাওয়া রয়েছে। পুলিশ সব অভিযোগ খতিয়ে দেখছে। বৃহস্পতিবার সন্ধায় বর্বরভাবে যুবক নির্যাতনকারী সালাম মেম্বারকে গ্রেফতার করা হয়। এর আগে তার আরও তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। |